
রাজধানীতে শান্তিপুর্ণভাবে চলছে ১৮ দলের অবরোধ ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর কোথাও পিকেটিং বা কোনও সহিংসতা খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
রাজশাহীতে পুলিশ ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে হরতাল সমর্থকরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় ওসি ও দুই কন্সটেবল আহত হয়।
রাজধানীর প্রধান সড়কগুলোতে সকালের দিকে যান চলাচল কিছুটা কমতে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। তবে গণপরিবহনের সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় কম। অফিসগামী মানুষ কিছুটা দুর্ভোগের মুখে পড়তে হয়।
এদিন রাজধানীতে ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। তবে দুরপাল্লার কোনও বাস রাজধানী ছেড়ে যায়নি ও প্রবেশ করেনি।
এদিকে যে কোনও নাশকতা ঠেকাতে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। অলি গলিতে চলছে পুলিশী টহল।
নির্দলীয় সরকারের দাবি ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে টানা ৭২ ঘণ্টা অবরোধের পর আবারও বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ বর্ধিত করে।মানবতা বিরোধী অপরাধে আদালত কাদের মোল্লার মৃত্যুর পরোয়ানা জারি করার প্রতিবাদে হরতাল কর্মসূচি পালন করছে।