
আজ ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীতে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি পুরানা পল্টন থেকে আরম্ব হয়ে শাহবাগ ঘুরে প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় অবস্থান নেয়। পরে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘সব মানুষের এবং সব জাতির জন্য কৃতিত্বের সাধারণ মান’।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেখানে অত্যাচার, অনাচার, নিপিড়ন, নির্যাতন সেখানেই মানবাধিকার কর্মীর আগমন। এই হোক মহান মানবাধিকার দিবসে আমাদের শপথ ও অঙ্গীকার। আমরা সকলেই মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিঃ সচিব জনাব মোঃ গোলাম রসুল এবং প্রধান বক্তা মানবাধিকার সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব জনাব মোঃ নুরুল ইসলাম প্রমুখ।