
ভৈরবের শিমূলকান্দির গোছামারা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল ১০টার দিকে স্থানীয় সাতভাই গোষ্ঠী ও ভেলার বাড়ির লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার বিকালে দুই বাড়ির ছেলেদের মাঝে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ নিয়ে আজ সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার উপস্থিতিতে সালিস দরবার হবার কথা থাকলেও, ভেলার বাড়ির তিন শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাতভাই গোষ্ঠীর বাড়িতে অতর্কিতে হামলা করলে এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সদস্য ওয়ালি খান (৪০)সহ আহত হয়েছেন কমপক্ষে ২০জন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবেলায়।