
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ-সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সাতক্ষীরায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি হাফিুজুর রহমান মুকুল ও সাধারণ-সম্পাদক আহাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করবে সাতক্ষীরা বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদল।
তারা জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দেওয়া অবরোধ কর্মসূচি পালনকালে যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশকে আইনশৃংখলা বাহিনী কতৃক গুলি করে হত্যা করার প্রতিবাদে এ হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।
এমআর/এএস