
ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তার কক্ষে অগ্নিসংযোগ করেছে দূবৃত্তরা। এতে ওই কক্ষের কম্পিউটারসহ অসবাবপত্র পুড়ে গেলেও নথিপত্র অক্ষত রয়েছে।
জানা যায়, সোমবার গভীর রাতে কোনোও এক সময় দূর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করে বলে কর্মকর্তারা জানিয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, মঙ্গলবার সকালে অফিস কক্ষ খুলে কয়েকটি চেয়ার ও কম্পিউটারসহ আসবাবপত্র পোড়া অবস্থায় পাওয়া যায়। তিনি জানান, দূর্বত্তরা গভীর রাতের কোন এক সময় কৌশলে জানালা খুলে মশাল দিয়ে আগুন দিয়ে এঘটনা ঘটে।
তিনি আরো জানান, আগুনে নথিপত্রের কোনও ক্ষতি সাধন হয়নি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।