
প্রধান দুই দল সংলাপ চালিয়ে যেতে সম্মতি প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের রাজনৈতিক বিষয়ক সহকারী অস্কার ফার্নান্দেজ তারানকো। আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের পরপরই সাংবাদিকদের একথা জানান তিনি। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বারিধারার একটি অফিসে তারানকোর উপস্থিতে দলের বড় দুই নেতা বৈঠক করেছেন।
তারানকো জানান, প্রধান দুই দলের মধ্যে সংকট নিরসনে সদিচ্ছা ও সমঝোতার মনোভাব নিয়ে বৈঠক হয়েছে। দুই দলই সংকট নিরসনে ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালিয়ে যেতে রাজি হয়েছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তারানকো। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সুনির্দিষ্ট কিছু বলেন নি। তিনি এই প্রথম গণমাধ্যমকে বিবৃতির মাধ্যমে দুই দলের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।