
ফরিদপুর মেডিক্যাল কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ও ঢাকার সাভারে অবস্থিত গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মাশলুকুর রহমান মুরাদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মৌনমিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা মুজিব সড়কে মৌনমিছিল শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে।
প্রসঙ্গত, কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ও টাঙ্গাইল জেলার ডা. মুরাদ ঢাকার সাভারে অবস্থিত গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। সম্প্রতি সেখান থেকে একটি মেডিক্যাল টিমের সদস্য হিসেবে ডা. মুরাদ বরগুনা জেলার গলাচিপা উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডে মেডিক্যাল ক্যাম্পে যায়। সেখানে তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে তিনি গত শুক্রবার নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর রোববার ওই এলাকার একটি পুকুর থেকে পুলিশ ডা. মুরাদের লাশ উদ্ধার করে।
এআর