
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে জহাজের একটি ওয়েল ট্যাংকারে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে ‘এমটি কিংফিসার’ নামে একটি জাহাজের লাইটার ভেসেলের ইঞ্জিন কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জন আহত হয়েছে।
পরে দমকল বাহিনীর সদস্যরা তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।