উভয় বাজারে বেড়েছে সুচক ও লেনদেন

ঊর্ধ্বমুখী সূচক

dse1সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৩৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষনে দেখা যায়, মঙ্গলবার ডিএসইএক্স সূচক চার হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০০ পয়েন্টে। ঢাকার বাজারে মোট লেনদেন হয়েছে ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১০ টির কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির।

মঙ্গলবার ডিএসইতে ৭৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের তুলনায় ৯৮ কোটি ৬৯ লাখ টাকা বেশী।

চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৪ টির কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির।

এমআরবি/