রংপুরে ককটেল বিষ্ফোরণ আগুন ও ভাংচুর এর মধ্যদিয়ে হরতাল অবরোধ চলছে

Rangpur Photo(2)

অবরোধের তৃতীয় দিন ছাত্রদল যুবদল ও জামায়াতের হরতালের কারণে সোমবার মহানগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, ছাত্রশিবিরের দফায় দফায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, বিক্ষিপ্ত পিকেটিংয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রংপুরসহ আশপাশের এলাকায়। বিভিন্নস্থানে মোটরসাইকেলে আগুন, অটো ভাংচুর ও ১৫ টি ককটেল বিষ্ফোরণ হয়। গ্রেফতার হয়েছে ৭ জামায়াত শিবির কর্মী।

সকালে মাহিগঞ্জ আমতলায় বিক্ষোভের সময় পুলিশের সাথে শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর জুম্মাপাড়ার পাকার মাথায় একটি মোটর সাইকেলে আগুন দেয়,  হনুমানতলা ব্রীজের পাশে দুটি অটো ভাংচুর করে ছাত্রদল নেতাকর্মীরা।

বেলা ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিষ্ফোরণ হয়। ছাত্রদল নেতাকর্মীরা গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। সেখানে দফায় দফায় মিছিল হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা সভাপতি জহির আলম নয়ন, সেক্রেটারী মনিরুজ্জামান হিজবুল।

এদিকে মহানগরন শিবিরের অর্থ সম্পাদক হাসিব মাহমুদের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় ৮ টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। মাহিগঞ্জ আমতলী এলাকায় মিছিল শুরু করতে চইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ৫ শিবিরকর্মী আহত হন।

সাকি/