৩৬ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে ওমান

map-omanওমানের সুলতানায় একটি নির্মাণ কারখানাতে দুইবছর ধরে বেতন ছাড়া কাজ করায় ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির শ্রমআদালত।

টিকেট ও পাসপোর্টের জন্য অপেক্ষমাণ এইসব বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার দিনই তাদের প্রত্যেকে মাসিক মজুরির ভিত্তিতে ১ হাজার ওমানি রিয়াল থেকে ১ হাজার ৫০০ রিয়াল ক্ষতিপুরণ দেওয়া হচ্ছে। মাসকট ডেইলি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে । রোববার এ খবর ইউএনবিতে  প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের দূতাবাস সুত্রে জানা গেছে, এইসব শ্রমিকদের অনেকেরই পাসপোর্ট না থাকাসহ অনেক সমস্যা ছিল। আমরা এদের এসব সমস্যা সমাধান করেছি।

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী বাংলাদেশের এইসব নির্যাতিত শ্রমিকদের ব্যাপারে ন্যায়বিচার করায় ওমান সরকারকে স্বাগত জানিয়েছেন।

মাসকট ডেইলি জানায়, ২০১১ সালে কাজে যোগ দেওয়ার পর বেতন না দিয়েও দেশে ফিরতে না দিয়ে দীঘদিন ধরে ওই কারখানায় আটকে রাখা হয় শ্রমিকদের। অবশ্য শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা ও আদালতের সিদ্ধান্তে এখন্ বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন শ্রমিকরা।