সিলেটে জামায়াত-শিবিরের গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ; আটক ৪

  • Emad Buppy
  • December 9, 2013
  • Comments Off on সিলেটে জামায়াত-শিবিরের গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ; আটক ৪
sylhet jamayet-police clash

sylhet jamayet-police clashকাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পরোয়ানা জারির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে হরতাল সমর্থকারীরা। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, আজ সকালে হরতাল সমর্থকারীরা বিক্ষিপ্তভাবে নাশতকামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করার সময় শহরের পাঠানটুলা এলাকা থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে সার্কিট হাউস এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এছাড়া, সিলেট শাহী ঈদগাহে ঝটিকা মিছিল থেকে হাতবোমা মারা হয়। এ সময় পুলিশ ও জামায়াত-শিবিরের নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।