
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে র্যালি বের করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় রোকেয়া হল থেকে বর্ণাঢ্য র্যালি রেব হয়। এ সময় র্যালিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সমাবেশে সভাপতিত্ব করেন রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি প্রো-উপাচার্য (প্রশাসন) সহীদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. রেজাউর রহমান প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যে বলেন, নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষায় অসাধারণ অবদান রেখে গেছেন। তাই তার পথ ধরেই আমরা আজ এতদূর এগিয়ে এসেছি। আজ নারীরা তাদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আর নারীরা ঘরের কোণে বসে নেই।