মূল্য সংবেদনশীল তথ্য নেই আর্গন ডেনিমসের

argon_denims

argon_denimপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আর্গন ডেনিমস লিমিটেডে সাম্প্রতিক সময়ে শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে আর্গন ডেনিমসের শেয়ার দর অস্বাভিবহারে বাড়তে থাকে। এর কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস) কোম্পানিটিকে চিঠি দেয়। ডিএসইর চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আর্গন ডেনিমসের শেয়ার দর গত ৫ কার্যদিবসে বেড়েছে ১৫ টাকা ১ পয়সা বা ২১ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে এ কোম্পানির শেয়ার দর ৬৯ টাকা ৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮৪ টাকা ৬ পয়সা। আর এক মাসে এর শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ৫ পয়সা বা ২৬ দশমিক ০৮ শতাংশ।

এমআরবি/