
সোমবার ভোরে বিজিবি নওগাঁর পোরশায় ফরমালিন যুক্ত ১০০ কেজি মাছ আটক করে ধ্বংস করেছে। নিতপুর বিওপি হাবিলদার আবুল হাসেম জানান, ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ ভারত সীমান্তের ২৩০নং পিলারের শীতল ঘাট থেকে জেলেরা মাছগুলো ধরে ফরমালিন মিশিয়ে বাজারে নিয়ে আসার জন্য প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হলে জেলেরা মাছ ফেলে পালিয়ে যায়। মাছগুলোর মূল্য প্রায় ১২হাজার টাকা। পরে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
এআর