দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • Emad Buppy
  • December 9, 2013
  • Comments Off on দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
BSF Arrest

BSF Arrestঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের কাছ থেকে জাহাঙ্গীর আলম ও শহিদুল হক নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর ও শহিদুল ওবায়দুল্লাহ ও সাহাবুদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইকবাল হোসেন জানান, আটক জাহাঙ্গীর ও শহিদুল গরু আনার জন্য ভারতে প্রবেশ করলে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।