দিনাজপুরে অবরোধ ও হরতাল চলছে

Rangpur_2দিনাজপুরে ১৮ দলের ডাকে রংপুর বিভাগীয় হরতাল ও অবরোধ পালিত হয়েছে। হরতাল চলাকালীন সময়ে শহরের দোকানপাট গুলো খোলা থাকতে দেখা যায়নি। ছেড়ে যায়নি কোনও ধরনের বাস-ট্রাক ও ট্রেন। তবে হরতাল চলাকালীন সময়ে শহরে হালকা যান চলাচল করলে তুলনামূলক সংখ্যায় ছিলো কম।

সকালে জেলা ছাত্রদল নিমনগর বালুবাড়ী এলাকায় রাস্তার ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার সময় ফুলবাড়ী বাসষ্ট্যান্ড গণতন্ত্র মঞ্চ এলাকা থেকে খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা ও বাবু আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্র দল। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণতন্ত্র মঞ্চে এসে শেষ হয়। পরে গণতন্ত্র মঞ্চে জেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাগপা, কোতয়ালী-শহর বিএনপি, মহিলা দল, ছাত্রদল, ছাত্র শিবিরসহ ১৮ দলের নেতাকর্মীরা বক্তব্য রাখে।