“গণতন্ত্র রক্ষার্থে নির্বাচনের কোনো বিকল্প নেই ”

naogao

nongজাতীয় সংসদের নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মো. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, এতে কোনো নড়চড় হবে না। কারণ গণতন্ত্র রক্ষা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই।

সোমবার দুপুরে উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা চত্বরে নির্বাচন প্রস্তুতি বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আগত নেতা-কর্মীদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সভানেত্রী খালেদা জিয়াকে সহিংস রাজনীতি পরিহার করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, আব্দুল লতিফ শেখ, ব্রহানী সুলতান গামা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, বিকাশ চন্দ্র মন্ডল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

এআর