
সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: শরীফুল আলমের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় বিক্ষোভকারীরা কমপক্ষে ৬টি পণ্যবাহী ট্রাক ভাংচুর করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত, সহ-সভাপতি ইসহাক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ.হান্নান, পৌর বিএনপি’র সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শাহআলম প্রমূখ।
সাকি/