
১৮ দলীয় জোটের ডাকা চলতি অবরোধ আবারও বাড়লো। জোটটি আগামি শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত অবরোধ বাড়িয়েছে। সোমবার জোটোর এক ঘোষণায় অবরোধ বাড়ানোর এ কথা বলা হয়।
সোমবার বেলা ১টায় একটি ভিডিও বার্তা প্রেরণের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
ভিডিও বার্তায় সালাহউদ্দিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জোটের অবরোধ কর্মসূচি আগামি শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত বাড়ানো হলো। দেশের সড়ক পথ, রেলপথ, নৌপথ এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে। ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা অবরোধে নিহতদের স্মরণে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর হবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা। ১৫ তারিখ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা এ অবরোধ কর্মসূচি সিরিজ আকারে বাড়ছে। এর আগে তফসিল স্থগিত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে ১৮ দলের ৭২ ঘণ্টার অবরোধ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার ভোর ছয়টায়। দাবি আদায় না হওয়ায় বিরোধীদলীয় জোট এ অবরোধের সময়সীমা শুক্রবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।