
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার মৃত্যুর পরোয়ানা জারির প্রতিবাদে ৯ডিসেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে আদালত কাদের মোল্লার মৃত্যুর পরোয়ানা জারি করলে সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের অ্যাসিসটেন্ট সেক্রেটারি আবদুল কাদের মোল্লার মামলার চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। রায়ে মৃত্যুদণ্ডকেই কাদের মোল্লার জন্য ‘একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ রোববার ট্র্যাইবুনাল এ পরোয়ানা জারি করে। এর আগে সকালে পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। আজ বিকেল চারটায় এ পরোয়ানা জারি করা হয়। তবে মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে তা পরে জানানো হবে। কাদের মোল্লার আইনজীবী কৌঁসুলী তাজুল ইসলাম বলেছেন, রায়ের কপি পাওয়ার পর রিভিউ এর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তবে আইন বিশেষজ্ঞদের মতে এই আইনে আর রিভিউ করার সুযোগ নেই। তাই তারা মনে করছেন এখন রায় কার্যকর হওয়া সময়ের ব্যাপার মাত্র। এর আগে, গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ৭৯০ পৃষ্ঠা রায়ের কপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
এমআর/এআর