রাজধানীতে বাসে আগুন

Hortal Bus ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ-সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে মুক্তির দাবিতে মুক্তির দাবিতে রাজধানীতে ডাকা হরতালে সকালে যাত্রাবাড়িতে বাসে আগুন দেয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এমরানুল ইসলাম বলেন, আজ সকাল ৬টার দিকে মাতুয়াইল এলাকায় গাবতলীগামী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানা যায়, তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিরোধী দলের রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলার কথা ছিল।

কিন্তু বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা  মহানগরে রোববার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকলেও পরে তা ১২ ঘণ্টা কমিয়ে আনা হয়।