
মাদারীপুর সদর উপজেলার হোসনাবাদ এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতাল, পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজ আকনের সাথে একই এলাকার সালাম মাস্টারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার সকালে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংর্ঘষ বাধে। সংর্ঘষে ছালাম মাস্টারের স্ত্রী তাহমিনা বেগম, চানমিয়া বেপারীর স্ত্রী মনজিলা বেগমসহ ৮ জন আহত হয়েছে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দীক ঘটনা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এআর