
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় ১৭ জেলার লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। আর এসব জেলায় নতুন করে পরীক্ষা নিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জে হুয়াংহু সেটে পরীক্ষা হয়েছিল। আর মেসিসিপি সেটে পরীক্ষা হয় সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, মেহেরপুর ও খুলনা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ প্রশ্নের সেট ফাঁস হয়েছে। এসব জেলার পরীক্ষা বাতিল করা হয়েছে।
গত ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে সরকারী শিক্ষক নিয়োগে এক হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
জানা যায়, এ বছর প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।