
শীর্ষ নেতাদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী এবং অবরোধের সমর্থনে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোট।
রোববার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিনের সময় ঘোষ পাড়ায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে পোষ্ট অফিস পাড়াস্থ বিএনপি’র কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
সমাবেশে রিজভী আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদকসহ আটককৃত নেতাদের মুক্তির দাবীতে আগামীকাল সোমবার কুড়িগ্রামে সকাল-সন্ধ্যা আহ্বান করেন।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপি’র সহসভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহিরুজ্জামান সাজু, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র নুর ইসলাম নুরু, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সাকি/