পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হবে

Ruhul Amin Howlader

ruhul_amnj_japaনির্বাচনকালীন সর্বদলীয় সরকারের জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

রোববার দুপুরে রাজধানীর বাড়িধারায় এরশাদের বাসভবনের সামনে সাংবাদিকদের একথা জানান।

রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় না দেওয়ায় ডাক যোগে এ পদত্যাগপত্র পাঠাতে হচ্ছে।

ৱরোববার সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলা ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও রওশন এরশাদ দলের চেয়ারম্যান এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেন।