ছেলেকে বিক্রি করে দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়া ম্যাপ

Brahmanbaria Clashব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছে তার মা। আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। অভাবের তাড়নায় নিজ সন্তানকে বিক্রি করে দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন ওই মা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের চন্দনসার এলাকার রিক্সা চালক নয়ন ঋষীর স্ত্রী রাজুনী ঋষী গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দেয়। তাদের সংসারে আগেও তিনটি মেয়ে সন্তান রয়েছে। গত শনিবার রাতে স্থানীয় এক লোকের মধ্যস্থতায় ঢাকার একটি নিঃসন্তান হিন্দু পরিবারের কাছে দেড় লক্ষ টাকায় ওই শিশুকে বিক্রি করে দেয়া হয়।

শিশুটির মা রাজুনী ঋষী জানান, সংসারে আরও তিনটি সন্তান থাকায়। আমার এক নিঃসন্তান আত্মীয়কে ছেলেটি দিয়ে দিয়েছি। তবে তিনি টাকা নিয়ে সন্তান বিক্রির বিষয়টি অস্বীকার করেন।আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চন্দনসারের বাসিন্দা শেখ বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। চন্দনসারের আছমা আক্তার ও বানু বেগম জানান, ঘটনাটি শুনে আমরা ওই বাড়িতে গিয়ে বাচ্ছাটিকে দেখতে পাইনি।

এআর