
চট্টগ্রামের দিদার মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছে। আহত সবুজ চৌধুরী (৩১) এক্সিম ব্যাংকের খুলশী শাখায় আইটির সিনিয়র অফিসার।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে হেটে দিদার মার্কেটে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণে তিনি আহত হন।
পরে সবুজকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত সবুজের ভাই শিমুল চৌধুরী জানান, অবরোধের মধ্যেও ব্যাংক ছুটি না থাকায় তিনি অফিসে যাচ্ছিলেন। ককটেল বিস্ফোরণে ওর পায়ে ও পিঠে আঘাত লেগেছে। তবে তিনি আঘাতের চেয়েও আতংকিত হয়েছেন বেশি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বলেন, দিদার মার্কেট এলাকায় একটি টেম্পোর দিকে হাতবোমা ছোড়ে দুর্র্বত্তরা। বোমাটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হলে সবুজ আহত হন।
এমআর/সাকি