
খোকাকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন ও তার আইনজীবিদের জামিন আবেদন দু’পক্ষের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত।
রোববার দুপুরের পর তাকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের আবেদন না মঞ্জুর করে আদালত এ আদেশ দেন।
পুলিশ তেজগাঁও থানায় যাত্রীবাহী বাস পোড়ানোর একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে অভিযুক্ত করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এর আগে শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন খোকা। আজ সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আবারও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
অপরদিকে খোকার আইনজীবিরা আদালতে কাছে তার জামিনের আবেদন করেন।
দুপক্ষের শুনানী শেষে আদালত দু’পক্ষেরই আবেদন না মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত।তবে আগামি ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে খোকাকে আটক করে র্যাব। পরের দিন দুপুর সোয়া ১২টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে র্যাব। খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমআর/