এরশাদের কাছে পদত্যাগ পত্র পাঠালেন বাবলা-আনিস

mahmud_babluসর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলা ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সর্বদলীয় সরকার থেকে পদত্যাগের উদ্দেশে দলের চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের কাছে তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

রোববার বেলা পৌণে একটায় তাদের পদত্যাগ পত্র জাতীয় পার্টির মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বারিধারার প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসেন।

রেজাউল ইসলাম জানান, তাদের পাঠানো পদত্যাগ পত্র দলের প্রেসিডেন্টের কাছে পৌছে দিচ্ছি।

তারা (বাবলা-আনিস)জানিয়েছেন, দেশের শান্তি রক্ষার্থে ও সব দলের অংশগ্রহন নিশ্চিত করে একটি সুষ্টু নির্বাচন অনুষ্টিত হোক এই আশা করেছিলেন তারা। কিন্তু তা না হওয়াতে দলের চেয়ারম্যান যে স্বিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়ে এ পদত্যাগ পত্র তারা পঠিয়েছেন।

রেজাউল আরও বলেন, শীঘ্রই এ পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

সকালে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।

এমআর/