
কুড়িগ্রামে অবরোধ বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো।
রোববার দুপুরে জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। এ সময় অবরোধের বিরুদ্ধে শ্লোগান দেয়া দলের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শেখ বাবুল, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা হরতাল, অবরোধ, নৈরাজ্য পরিহার করে নির্বাচনে অংশ নেয়ার জন্য ১৮ দলের প্রতি আহবান জানান।
সাকি/