আশুগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Ashuganj BNP Abarod pohto 08.12.2013 (Small)বিএনপিসহ ১৮ দলের ডাকা সারা দেশে টানা ৭২ ঘন্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে অবরোধের কারণে গত ২দিন যাবত আশুগঞ্জ সার কারখানা থেকে কমান্ড এরিয়াভুক্ত ৮জেলায় সার পরিবহন বন্ধ রয়েছে।

কারখানা গেইটে আটকা পড়েছে শতাধীক ট্রাক। আশুগঞ্জ উপজেলার ৩টি লঞ্চ টার্মিনাল থেকে ৬টি নৌরুটে যাত্রীবাহি ট্রলার ও লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি হাজী মো.সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মানিক চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আলমগীর কবির, সিনিয়র যুগ সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির ডাঃ তাজুল ইসলাম,  প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেবজুল বারী বকশি, লালপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী মোঃ শামীম আহমেদ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবদলের আহবায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর খা, সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম পারভেজ।

সমাবেশে বক্তারা, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী মেনে নিয়ে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানান।

সাকি/