আইপিও আবেদন জমা শুরু এএফসি এগ্রোর

afc-agro-biotech

afc-agro-biotech-logo-mmকোম্পানির মূলধন বাড়ানোর লক্ষ্যে রোবাবার থেকে এএফসি এগ্রো বায়োটেক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের বিনিয়োকারীরা আইপিও আবেদনের সময় পাবেন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এএফসি এগ্রো বায়োটেক পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টি শেয়ারে।

আইপিওর মাধ্যমে সংগৃহিত অর্থের ১০ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৫০০ টাকা ব্যবসায়িক মূলধন বাড়াতে এবং বাকি ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা আইপিও খরচ বাবদ ব্যয় করবে কোম্পানিটি।

৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১১ দশমিক ১০ টাকা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির ইপিএস ৩৯ পয়সা।

আইপিও পূর্ব এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৮ কোটি এবং আইপিও পরবর্তী মূলধন দাঁড়াবে ৫০ কোটি টাকা।

এএফসি এগ্রোর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। নিরীক্ষকের দায়িত্ব পালন করছে খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং।

এমআরবি/