ভারতীয় নাগরিকসহ ৫১ বাংলাদেশি আটক

Attock

Attockবাংলাদেশের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে চার ভারতীয় নাগরিক ও শিশুসহ ৫১ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ ভোরে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে বিজিবি।

আটককৃত ভারতীয়রা হলেন- নির্মল দাস, সন্ধা রানী হাওলাদার, শোভা দাস ও সুজয় দাস। এদের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার সোনারপুর থানার সোনারপুর গ্রামে। আটক অন্যদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট, ফরিদপুর, খুলনা, নড়াইল, যশোর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (খুলনা ২৩) লে. কর্নেল সৈয়দ মাজহারুল ইসলাম জানান, পুটখালী সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ ভারতে যাওয়ার জন্য ইছামতি নদীর পাড়ে অবস্থান করছে। এ ধরনের সংবাদ পেয়ে পুটখালী বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জন শিশু, ২২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করতে সক্ষম হয়। এ ধরণের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৩ শিশু, ২২ নারী ও ১৬ পুরুষকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এদের মধ্যে চারজন ভারতীয় নাগরিক রয়েছে বলে জানা গেছে।