
দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১ লক্ষ ৬০ হাজার ৩শ লিটার তরল দুধ সরবরাহ করেছে।
বিরোধী দলের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় মিল্কভিটার শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ লক্ষ ৪১ হাজার, চট্টগ্রামে ১৫ হাজার এবং গাজীপুর ও সাভারে ৪ হাজার ২শ লিটার দুধ সরবরাহ করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক অবরোধে মিল্কভিটার দুধ সংগ্রহ ও বিতরণ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীসহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিক-কর্মচারী ও প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ প্রসঙ্গে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান ‘প্রতিকূলতা সত্ত্বেও জনস্বার্থে বাজারে দুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুখাদ্য সরবরাহ সব কর্মসূচির উর্দ্ধে রাখা উচিৎ’ এ প্রসঙ্গে তিনি মাননীয় বিরোধীদলীয় নেত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শিশুখাদ্য ও রোগীর-পথ্য বিবেচনায় দুগ্ধ সরবরাহকে অবরোধ ও হরতালের আওতামুক্ত রাখার পুনরায় অনুরোধ জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)
সাকি/