
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
শনিবার দেড়টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, গওহর রিজভী উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ১০টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারানকো। এর পর তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর সঙ্গে। তবে পররাষ্ট্র সচিব ও মন্ত্রীর বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
সন্ধ্যা সাড়ে সাতটায় বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন তারানকো।
গত শুক্রবার রাতে তারানকোর নেতৃত্বে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছে।
এমআইকে/এআর