কুড়িগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ আহত ৮

Kurigram

কুড়িগ্রাম সদর উপজেলাKurigramর পলাশবাড়িতে শনিবার দুপুর ৩টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে  সংঘর্ষে আহত হয়েছে এক শিশুসহ ৮ জন। এঘটনায় সদর থানা পুলিশ খোকা ও হারুন নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, সদর উপজেলার পলাশবাড়ী কবিরাজ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলিল ও খোকা গংয়ের মধ্যে ৫৫শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরে খোকা গং জলিল গংয়ের বিরুদ্ধে থানায় মামলা করে।

শনিবার দুপুরে খোকা গংয়ের লোকজন বিরোধপুর্ণ জমিতে দখল নিতে ঘর তুলতে যায় । এসময় দু’পক্ষের লোকজন লাঠিসোঠা ও বল্লমসহ রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ৮জন এবং গুরুতর আহত বিপুল ও শিশু বিদ্যুতকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোকা ও হারুনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।