কাউকে চেয়ারম্যান করে অবসরে যাচ্ছিনা: এরশাদ

ershad

ershadআমি কাউকে চেয়ারম্যান করে অবসরে যাচ্ছিনা বলে দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শনিবার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানান।

 

এরশাদ বলেন, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি তারা লিখেছেন আমি নাকি কাউকে দলের দায়িত্ব দিয়ে অবসরে যাচ্ছি । আমি অবসরে যাওয়ার এ খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যতদিন বেচে আছি ততদিন আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবো।  আমি কাউকে ক্ষমতা হস্তান্তর করছিনা। কেউ কেউ এসব মনগড়া কথা গণমাধ্যমে রটাচ্ছেন।

এদিকে রাজনৈতিক অস্থিরতায় চাপে পড়েছেন এরশাদ।তিনি গণমাধ্যম ও আইনশৃংখলা বাহিনী এড়াতে রংপুর যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়ে গেছে।

এদিকে সকালে জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী  কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ এম এরশাদ অবসরে যাবেন বা চিকিৎসা নিতে যাবেন। তিনি বলেন, এর অর্থ হচ্ছে, এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন তা থেকে তিনি বেরিয়ে আসবেন।

এমআর/