
জাতিসংঘ মহাসচিবের দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন।
শনিবার সন্ধ্যা সাতটায় গুলশানস্থ বেগম জিয়ার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য সূত্রে জানা যায়, ইতোমধ্যে বেগম জিয়ার সাথে তারানকোর সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়েছে। তারা শনিবার সাতটায় বৈঠক করবেন।
তারানকো ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌছেছেন। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে তারানকোর এই সফর খুবই গুরুত্বপূর্ণ হবে বলে বিবেচনা করছে রাজনৈতিক মহল। সংকট নিরসনের বিষয়ে ও সমাধানে তার এই সফরে গুরুত্বপূর্ণ সমাধান বেরিয়ে আসবে বলে মনে করছেন কূটনৈতিকরা।
বিএনপি সূত্র জানায়, বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে তারানকো বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের বিষয়েই কথা বলবেন।
এমআর/