
রাজশাহীতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন বৃহস্পতিবার তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার বাকি তিন আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানায় রাজশাহী নির্বাচন কমিশন অফিস।
মনোনয়নপত্র বাতিল করা হয়েছে যাদের তারা হলেন, রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাটাখালি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ নান্নু, সতন্ত্র প্রার্থী আলমগীর কবির ও আতিকুর রহমান।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাজশাহী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শিক্ষাগত যোগ্যতা ও সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ওই আসনে ওমর ফারুক চৌধুরী একক প্রার্থী হিসেবে রয়েছেন।
এদিকে রাজশাহী-৩ আসনে শাহাবুদ্দিন বাচ্চু, আসাদুজ্জামান আসাদ, আব্দুর রউফ নান্নু, আলমগীর কবির ও আতিকুর রহমান ভোটার এলাকার মোট ভোটারের ১ শতাংশের সাক্ষর জমা দেন নি। তাই তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এর ফলে এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ-সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও এমপি মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রাপ্ত আয়েন উদ্দিন।
অপরদিকে, রাজশাহী-২ (সদর) আসনে ৩ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মহানগর সভাপতি বজলুর রহমান, বর্তমান এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির নেতা এমএস জোহা সরকার।
এএস