
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় আটক ব্যবসায়ীদের কাছ ধেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়ইল গ্রামের খোরশেদ আলম (৩২) ও সোহেল রানা (১৮) এবং বাগমারা উপজেলার খয়রা গ্রামের কালাম (৩০)।
বৃহস্পতিবার রাতে পুঠিয়া উপজেলা কমপ্লেক্সে অভিযান চালিয়ে র্যাব-৫ এর সদস্যরা ওই তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, ওই তিন অস্ত্র ব্যবসায়ী রাজশাহীতে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর অধিনায়ক কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে পুঠিয়া উপজেলা কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ তাদের আটক করে। এ সময় একটি মোটরসাইকেলও র্যাব সদস্যরা আটক করে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র্যাব জানিয়েছে।