ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • Emad Buppy
  • December 6, 2013
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
Brahmanbaria Janaza

Brahmanbaria Janazaশত শত মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা স্থানীয় ট্যাংকের পাড়ের জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, ড্যাবসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে।

মাওলানা মোহাম্মদ ইসহাকের ইমামতিতে গায়েবানা জানাজায় কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি সদর উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক পিপি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম-সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, জেলা শ্রমিক দল সভাপতি হেফজুল বারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ শামছুজ্জামান চৌধুরী কানন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মোঃ আলী আজম, হাজী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম গোলাপ, শহর যুবদলের আহ্বায়ক তানিম শাহেদ রিপন, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গায়েবানা জানাজা শেষে বিগত আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এএস