শনিবার ফরিদপুরের নগরকান্দা ও সালথায় সকাল-সন্ধ্যা হরতাল

foridpurফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট।

জানা যায়, ফরিদপুরের নগরকান্দা-সালথায় ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা-মামলা এবং হরতালে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফুর রহমান হত্যার বিচারের দাবিতে ও ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোট নগরকান্দা উপজেলা শাখার শীর্ষনেতা এবং হেফাজতে ইসলাম নগরকান্দা উপজেলা শাখার আমির মুফতি ইসমোতউল্লাহ কাসেমীর মুক্তির দাবিতে শনিবার ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু বৃহস্পতিবার বিকেলে লস্করদিয়ায় নগরকান্দা উপজেলা বিএনপির ও এর বিভিন্ন অংগ সংগঠনের যৌথ সভায় এ হরতাল আহবান করেন।

এসইউ