নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ বিএনপির

  • Emad Buppy
  • December 6, 2013
  • Comments Off on নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ বিএনপির

Logo-18-partyবর্তমান সরকার তাদের একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিরোধী দলের নেতাকর্মীদের ক্রমাগত মিথ্যা ও বানোয়াট সব মামলায় জড়িয়ে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে জুলুম, নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি।

শুক্রবার বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতির মধ্য দিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান।

তারা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং ঢাকামহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরীফুদ্দিন জুয়েলেকে গ্রেপ্তার করে সরকার নিজেদের হিংসাশ্রয়ী রাজনীতিরই বহি:প্রকাশ ঘটিয়েছে।

জুয়েল ও শরীফুদ্দিনের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশে তারা জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার গণদাবিকে প্রাধান্য না দিয়ে সরকার দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার এবং নির্যাতন নিপীড়ন চালালে চলমান গণআন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

এমআর/এএস