
দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, রাজাকার, সন্ত্রাস, গডফাদার ও মাদক ব্যবসায়ীদের ভোটাধিকার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টি বা ঐক্য ন্যাপ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সংগঠনের বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন, কয়েক ঘণ্টার প্রতিকী সংসদ বর্জন যৌক্তিক হলেও দিনের পর দিন সংসদ বর্জন দণ্ডনীয় অপরাধ। যে সকল সংসদ সদস্যরা লাগাতার সংসদ বর্জন করে তাদের সুযোগসুবিধা প্রত্যাহার করতে হবে। এছাড়াও তাদের অসদাচরণের অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করে তাদের সদস্যপদ বাতিল করতে হবে।
বিলম্বে হলেও গণতন্ত্রের স্বার্থে জাতীয় সমঝোতা দরকার মন্তব্য করে বক্তারা আরও বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় ঐক্যমত দরকার। তাই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চায় জনগণ।
মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক এবং সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
জেইউ/