তিন দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

  • Emad Buppy
  • December 6, 2013
  • Comments Off on তিন দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

2_24518_0গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে আদালতে হাজির করে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে অবশেষে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

শুক্রবার বেলা ৪টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পল্টন থানার এসআই হাবিবুর রহমান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জুয়েলকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, শুক্রবার বেলা তিনটায় জুয়েলকে আদালতে পাঠানো হয়। পল্টন থানায় ৩১ এপ্রিলের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক  জুয়েলকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এমআর/