ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচকে ছিলো মিশ্র প্রবণতা। ঢাকার বাজারে লেনদেন কমেছে ৩০ দশমিক ৪৭ শতাংশ। ঢাকার বাজারে সূচকে ছিলো মিশ্র প্রবণতা। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ৪৬ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ২ হাজার ১৪৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসইতে সমাপ্ত সপ্তাহে লেনদেন হয়েছে মোট ২৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৬ টির কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক সামান্য বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
সিএসইতে সমাপ্ত সপ্তাহে লেনদেন হয়েছে মোট ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫ টির কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
এমআরবি/