
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আবু হানিফ আহসান (৩৮) নামে একব্যক্তি নিহত হয়েছে। জানাগেছে নিহত আবু হানিফ অসোকা ইউনানী ঔষধ কোম্পানির কুড়িগ্রাম প্রতিনিধি।
শুক্রবার দুপুরে নাগেশ্বরীর শিবের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আবু হানিফ কুড়িগ্রাম থেকে ব্যাটারী চালিত অটো রিক্সায় কর্মক্ষেত্র নাগেশ্বরীতে যাচ্ছিল। পথে শিবের ভিটা নামক এলাকায় অটো রিক্সা থেকে নামলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহত আবু হানিফ আহসান কুড়িগ্রাম শহরতলীর পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সে অসোকা ইউনানী কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এসইউ