আগামি শনিবার থেকে আবারও অবরোধর ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ এক ভিডিও বার্তা প্রেরনের মাধ্যমে অবরোধের এ ঘোষণা দেন।
চলতি পুরো সপ্তাহ ধরে চলা টানা অবরোধের পর আবার আসলো এই অবরোধ কর্মসূচী ।
সালাহউদ্দিন বলেন, ১৮ দলীয় জোটের আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখে সরকার দিশেহারা হয়ে ১৮ দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার, মমালা নির্যাতন চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন গণতান্ত্রিক এই আন্দোলনকে দমন করা যাবে না। বরং তাতে আন্দোলন আরও বেগবান ও তীব্র হবে।
এর আগে গত মঙ্গলবার সালাহউদ্দীন আহমেদ ভিডিও বার্তার মাধ্যমে সরকারকে জানান, বৃহস্পতিবার বিকেলের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দশম সংসদের ঘোষিত তফসিল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আজ বিকেল পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু এর মধ্যেই গত সন্ধ্যায় বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকাকে আটক করে পুলিশ। আর তার আগে বিকেলে জাতীয় পার্টি আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
এই অবস্থায় আন্দোলনকে আরও বেগবান করতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করলো ১৮ দলীয় জোট।