
জাতীয় তিন নেতার মাজারের সামনে দোয়েল চত্বরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা শামীম আহত হন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানাতে যান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলি জানানোর পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী মাজার থেকে বের হয়ে তার গাড়িতে ওঠেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ নেতাকর্মী দুটি মোটরসাইকেলযোগে যুবলীগ চেয়ারম্যানের গাড়ি ওভারটেক করে। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের নেতাকর্মীরা ঢাবি ছাত্রলীগ নেতা শামীমকে মারধর করে। এ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।